ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আ.লীগ-বিএনপি দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করতে ব্যর্থ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
‘আ.লীগ-বিএনপি দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করতে ব্যর্থ’ লালমনিরহাট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম বসুনিয়া জাপা চেয়ারম্যান জিএম কাদেরের হাতে দিয়ে পার্টিতে যোগদান করেন

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দুর্নীতি ও স্বজনপ্রীতি একটি দেশের প্রত্যাশিত উন্নয়নের অন্তরায়। গেল ৩০ বছরে আওয়ামী লীগ-বিএনপি দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করতে ব্যর্থ হয়েছে।

তাই দেশের মানুষ বঞ্চিত হয়েছে সুশাসন থেকে।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে জাপা চেয়ারম্যানের উত্তরার বাসভবনে লালমনিরহাট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম বসুনিয়া জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নয় বছরের শাসনামলে দেশে উন্নয়ন ও সুশাসন দিতে সমর্থ হয়েছিলেন। তাই দেশের মঙ্গলময় ভবিষ্যতের জন্য জাতীয় পার্টি সরকার অনিবার্য হয়ে পড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, উপদেষ্টা ড. নূরুল আজাহার শামীম, যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সম্পাদকমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভূঁইয়া, আজহার সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সাদেক বাদল, শাহজাহান কবির, শহীদ হোসেন সন্টু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তৈয়ব, দ্বীন ইসলাম শেখ, লালমনিরহাট জেলা সদস্য সচিব মো. সেকেন্দার আলী, কেন্দ্রীয় নেতা মো. শরিফুল ইসলাম, জি এম শহিদ, জাহিদ হাসান, জাতীয় হকার্স পার্টির সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, আব্দুল কাদির প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।