ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

ঢাকা: কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে দলটি।

এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক এম এ সামাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল হক সরকার, বায়েজিদ, আলাউদ্দিন, রকিবুল ইসলাম ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী প্রমুখ।

সমাবেশে এম এ সামাদ বলেন, 'মৌলবাদী শক্তিকে মাঠে নামানো ও নিয়ন্ত্রণে রাখার যে কৌশল দীর্ঘদিন ধরে সরকার অবলম্বন করছে, তা দেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিকে ধ্বংস করে সাম্প্রদায়িক শক্তিকেই পুষ্ট করেছে। যার বিষময় ফল দেশবাসী এরই মধ্যে প্রত্যক্ষ করছে। গণমানুষের অধিকার হরণ ও সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা একইসঙ্গে করার পরিপ্রেক্ষিতে দেশ এখন মৌলবাদীদের আস্ফালন ও হুমকির মুখে এসে দাঁড়িয়েছে।

বক্তারা সাম্প্রদায়িক উন্মাদনা মোকাবিলায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য প্রগতিশীলদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও বিরোধিতাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।