ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, কেন্দ্রের মিশন সফল

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, কেন্দ্রের মিশন সফল

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে মাঠে রয়েছেন দলটির শীর্ষ কয়েকজন নেতা। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে দিন-রাত কাজ করছেন তারা।

এক্ষেত্রে সবচেয়ে বড় সফলতা হিসেবে চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতিতে পরস্পর বিরোধী দুটো গ্রুপকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন কেন্দ্রীয় নেতারা।

গত ১২ বছরে শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়ন  এবং সাংগঠনিক ঐক্যের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয় লাভ করবে বলে আশা করছেন দলটির শীর্ষ নেতারা।

আওয়ামী লীগের কয়েকটি সূত্র জানায়, চট্টগ্রামে নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে প্রচার-প্রচারণার পাশাপাশি অভ্যন্তরীন বিরোধ মেটানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন দায়িত্ব প্রাপ্ত দলটির কেন্দ্রীয় নেতারা।

সূত্র জানায়, দায়িত্বপ্রান্ত কেন্দ্রীয় নেতারা প্রথমেই চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং চট্টগ্রামের জনপ্রিয় নেতা মহিউদ্দিন চৌধুরীর ছেলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর মধ্যেকার দীর্ঘদিনের দূরত্ব মেটানোর উদ্যোগ নেন। একই সঙ্গে চট্টগ্রাম আওয়ামী লীগের সকল পর্যায়ের অভ্যন্তরীন বিরোধ মিটিয়ে দলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং চট্টগ্রাম আওয়ামী লীগের কয়েকজন নেতা জানায়, কেন্দ্রীয় নেতাদের চেষ্টায় আজম নাছির এবং নওফেল এর মধ্যেকার বিরোধ নিষ্পত্তি হয়েছে। তারা চসিক নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছেন। এছাড়া স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যেকার বিরোধও মিটিয়ে দেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় একজন নেতা বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাছির কেন্দ্রীয় নেতাদের পরামর্শে দলীয় প্রার্থীকে জেতানোর জন্য বেশ কিছু কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করেছেন যা ইতোমধ্যে সবার কাছে প্রশংসিত হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলের অভ্যন্তরীন বিরোধ মেটানোর পাশাপাশি সার্বিক নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে স্থানীয় নেতাদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দলটির  সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং চট্টগ্রাম আওয়ামী লীগের কয়েকজন নেতা বাংলানিউজকে বলেন, ঐতিহাসিক ভাবে চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক রয়েছে।  চট্টগ্রাম সিটিতে গত ত্রিশ বছরে একটি ছাড়া বাকি সব নির্বাচনে আওয়ামী লীগের জয় লাভ করেছে। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ জয় লাভ করবে। এই মুহুর্ত্বে চট্টগ্রামে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে।

গত ১২ বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যেভাবে চট্টগ্রামে কাজ করেছে তাতে বুধবারের (২৭ জানুয়ারি) নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচিত হবে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম সিটির কোন নির্বাচনে আওয়ামী লীগ হারেনি। কারণ এখানে আওয়ামী লীগের শক্ত অবস্থান আছে, সাংগঠনিক অবস্থান। একটা নির্বাচনে হেরেছিলো সেই নির্বাচনে হারার পেছনেও বিএনপি যাকে মনোনয়ন দিয়েছিল সে আওয়ামী লীগেরই লোক ছিল। এখন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। কিছু এখানে সমন্বয়হীনতা ছিল, কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন, তাদের উপস্থিতিতে পরিস্থিতি এখানে সমূহ উন্নতি হয়েছে।

বিপ্লব বড়ুয়া বলেন, বিএনপি পাওয়ারে থাকা অবস্থা ১৯৯৪ সালে মহিউদ্দিন চৌধুরী জয়লাভ করেছে, ২০০৫ সালেও মহিউদ্দিন চৌধুরী জয় লাভ করেছে। এখানে বিএনপি জেতার কোন একটা কারণও নাই। কারণ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডেভেলপমেন্ট কাজ করেছে এখানে, মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে। চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন করার জন্য এখানকার জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে এই আসন উপহার দিবে।

তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগের শক্তি জনগণের ভালোবাসা এবং নিজেদের মধ্যে ঐক্য। উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে শেখ হাসিনা সরকার মানুষের ভালোবাসা অর্জন করেছে। মানুষ নৌকার প্রার্থীকে ভোট দিবে। সাংগঠনিক ভাবেও চট্টগ্রামে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। মতপ্রার্থক্য ভুলে সবাই এক হয়ে কাঁধে কাঁধে মিলিয়ে নৌকার প্রার্থীর জন্য কাজ করছে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। নির্বাচয়ে জয় লাভের ব্যাপারে সকলে যেভাবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে ইনশাল্লাহ নৌকার প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবে।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেনের মধ্যে।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এমইউএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।