ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশে ফিরলেন ইশরাক হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
দেশে ফিরলেন ইশরাক হোসেন

ঢাকা: প্রায় এক মাস পর দেশে ফিরেছেন বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।

এ সময় দলীয় নেতাকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকটা স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো বিমানবন্দর এলাকা। সেখান থেকে গাড়িবহর নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গুলশানের বাসভবনে যান।  

বাসভবনে ফিরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে ইশরাক বলেন, অনেকদিন এ নেতাকর্মীদের মিস করেছি। তাই বিদেশে বেশি দিন থাকার মতো মানসিক ধৈর্য ছিল না। নেতাকর্মী ও দেশের মানুষের জন্য অনেকটা অস্থিরতা বোধ করছিলাম। এ সময় নেতাকর্মীদের বুকে জড়িয়ে ধরে ছবিও উঠান তিনি।

গত ৮ জানুয়ারি পারিবারিক কাজে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন ইঞ্জনিয়ার ইশরাক হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।