ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন জহিরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন জহিরুল জহিরুল হক

ঢাকা: আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে পৌর নির্বাচনে মেয়র পদে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন জহিরুল হক।

রোববার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জহিরুল হক সদ্য বিলুপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা আহ্বায়ক কমিটির সদস্য।  

এর আগে গত শনিবার (৩০ জানুয়ারি) পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ৩০টি পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন ঘোষণা করে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বাকি থাকায় সেটি রোববার ঘোষণা করা হলো।

পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ১১ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।