ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে যুবদলের ৪১টি ইউনিট কমিটির অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
সিলেটে যুবদলের ৪১টি ইউনিট কমিটির অনুমোদন

সিলেট: সিলেট জেলা ও মহানগর যুবদলের ৪১টি ইউনিট কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে পৌরসভা ও উপজেলায় ১৬টি এবং মহানগরের ২৫টি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়।

জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য সচিব মকসুদ আহমদ পৌর ও উপজেলা পর্যায়ে ১৬টি কমিটির অনুমোদন দিয়েছেন। এছাড়া নগর যুবদলের ২৭টি ওয়ার্ডের ২৫টিতে আহ্বায়ক কমিটির অনুমোদন দেন মহানগর যুবদলের আহ্বায়ক নজিুবর রহমান নজিব ও সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

জেলা যুবদল নেতৃবৃন্দের অনুমোদিত কমিটিগুলোর মধ্যে সিলেট সদরে ৪৮ সদস্যের, বিয়ানীবাজার পৌরসভায় ৩১ সদস্যের, বালাগঞ্জ উপজেলা ৫০ সদস্যের, গোয়াইনঘাট উপজেলায় ৪৭ সদস্য, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৪১ সদস্য, কানাইঘাট উপজেলায় ৪৩ সদস্য, বিশ্বনাথ ৩১ সদস্য বিশিষ্ট, গোলাপগঞ্জ পৌরসভায় ২৩ সদস্য, কানাইঘাট পৌরসভায় ৩১ সদস্য, বিশ্বনাথ উপজেলায় ৪১ সদস্য, জকিগঞ্জ উপজেলায় ৪১ সদস্য, বিয়ানীবাজার উপজেলায় ৪৭ সদস্য, ওসমানীনগর উপজেলায় ৪১ সদস্য, গোলপগঞ্জ উপজেলায় ৭১ সদস্য, জৈন্তাপুর উপজেলায় ৪৩ সদস্য এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মহানগরে ২৫ ওয়ার্ডের অনুমোদিত কমিটিগুলো হলো—১ নং ওয়ার্ডে ১৩ সদস্য, ২ নং ওয়ার্ডে ২২ সদস্য,  ৩ নং ওয়ার্ডে ১৭ সদস্য, ৪ নং ওয়ার্ডে ২৬ সদস্য, ৫ নং ওয়ার্ডে ৩০ সদস্য, ৬ নং ওয়ার্ডে ১৬ সদস্য, ৭ নং ওয়ার্ডে ৩১ সদস্য, ৯ নং ওয়ার্ডে ১৪ সদস্য, ১০ নং ওয়ার্ডে ২৭ সদস্য, ১১ নং ওয়ার্ডে ২৬ সদস্য, ১২ নং ওয়ার্ডে ২৩ সদস্য, ১৩ নং ওয়ার্ডে ১৩ সদস্য, ১৪ নং ওয়ার্ডে ১৪ সদস্য, ১৬ নং ওয়ার্ডে ১২ সদস্য, ১৭ নং ওয়ার্ডে ৩০ সদস্য, ১৮ নং ওয়ার্ডে ১৮ সদস্য, ১৯ নং ওয়ার্ডে ২০ সদস্য, ২০ নং ওয়ার্ডে ১১ সদস্য, ২১ নং ওয়ার্ডে ১৪ সদস্য, ২২ নং ওয়ার্ডে ১০ সদস্য, ২৩ নং ওয়ার্ডে ১৯ সদস্য, ২৪ নং ওয়ার্ডে ১১ সদস্য, ২৫ নং ওয়ার্ডে ১০ সদস্য, ২৬ নং ওয়ার্ডে ২০ সদস্য, ২৭ নং ওয়ার্ডে ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্যাডে ২৫টি ওয়ার্ডের আহ্বায়ক ও প্রথম যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।