ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আল জাজিরার মিথ্যা সংবাদের প্রতিবাদে পাবনা জেলা যুবলীগের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
আল জাজিরার মিথ্যা সংবাদের প্রতিবাদে পাবনা জেলা যুবলীগের বিক্ষোভ

পাবনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে মিথ্যা প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে পাবনা জেলা যুবলীগ।  

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ঐতিহাসিক পৌর টাউন হল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল ‘স্বাধীনতা চত্বরে’ যুবলীগ কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেত হয়।

পরে সেখানে জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, যুগ্ম আহ্বায়ক শেখ শাকিরুল ইসলাম রনি, সদস্য ফাইমুল কবির শান্ত, পৌর আ. আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভাড়ালা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ খান ও জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সম্পাদক মো. হাজী শরীফ, জেলা যুবলীগরে সদস্য সৌহার্দ বসাক সুমন প্রমুখ।

আল জাজিরায় মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদে পাবনা জেলা যুবলীগের বিক্ষোভ

সমাবেশে বক্তারা বাংলাদেশে আল জাজিরার টেলিভিশন সস্প্রচার বন্ধসহ ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে মিথ্যা সংবাদ সম্প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহর প্রর্দক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।