ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইটনায় বিএনপির ১০৯ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
ইটনায় বিএনপির ১০৯ নেতাকর্মী কারাগারে প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলা বিএনপির ১০৯ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।  
 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বুধবার জেলা ও দায়রা জজ আদালতে ১১২ জন আসামি হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তিন জনের জামিন মঞ্জুর করেন। তারা হলেন অ্যাডভোকেট তানভীর আহমেদ রিয়াদ, জয়নাল আবেদীন ও চপল মিয়া।  

বাকি ১০৯ জনের জামিন নামঞ্জুর করা হয়। ১০৯ জনের মধ্যে ইটনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবেদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম অপু ও উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নূরুল ইসলামও রয়েছেন। এর আগে হাইকোর্টের নির্দেশে মামলার ১১২ জন আসামি আদালতে জামিনের জন্য হাজির হন।  

গত ১৭ ডিসেম্বর ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে পুলিশ বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বাদলা তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাওহীদ বিশ্বাস বাদী হয়ে পুলিশের ওপর হামলা হয়েছে মর্মে ১৯ ডিসেম্বর মামলা দায়ের করেন।  

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।