ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্দলীয় সরকা‌রের অধীনে নির্বাচনের দাবি ৬ মেয়রপ্রার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
নির্দলীয় সরকা‌রের অধীনে নির্বাচনের দাবি ৬ মেয়রপ্রার্থীর

ব‌রিশাল: নির্দলীয় নিরপ‌ক্ষে সরকা‌রের অধীনে নির্বাচনের দাবি জা‌নি‌য়ে‌ছেন বিভিন্ন সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে বিএন‌পির মনোনীত ছয় মেয়রপ্রার্থী।

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিগত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থীদের নেতৃত্বে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়া‌রি) বরিশাল জিলা স্কুল মা‌ঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ তারা একথা ব‌লেন।



সমা‌বে‌শে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে বিএন‌পির ম‌নোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএন‌পির যুগ্ম মহাস‌চিব ম‌জিবর রহমান স‌রোয়ার ব‌লেন, নি‌শি ভো‌টের আগের দিন রা‌তে পু‌লিশি ভয় দে‌খি‌য়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার ক‌রে ভোট ক‌রে‌ছে সরকার। ছয় সি‌টি নির্বাচ‌নে ৩১ জন প্রার্ধী‌কে আহত ক‌রে‌ছে। আজ সমা‌বে‌শের অনুম‌তি দি‌য়েও বি‌ভিন্ন জেলা-উপ‌জেলায় বিএন‌পির নেতাদের আস‌তে দেওয়া হয়‌নি। এক‌দি‌কে তারা মিটিং কর‌তে অনুম‌তি দি‌চ্ছে অন্যদি‌কে পু‌লিশ দি‌য়ে ভয় দেখা‌চ্ছে।

‘নির‌পেক্ষ সরকা‌রের অধী‌নে নির্বাচন হ‌তে হ‌বে। জনগ‌ণের অধিকার ফি‌রি‌য়ে দি‌তে আন্দোলন সংগ্রা‌মের মাধ্যমে ভো‌টের সুষ্ঠু প‌রি‌বেশ ফি‌রি‌য়ে আন‌তে‌ হ‌বে। ’

সমা‌বে‌শে ঢাকা সি‌টি দ‌ক্ষিণ কর‌পো‌রেশন নির্বাচ‌নে বিএন‌পির ম‌নোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হো‌সেন ব‌লেন, ২০০৮ সা‌লে তত্ত্বাবধায়ক সরকা‌রের হাত ধ‌রে ক্ষমতায় এসে‌ছে আওয়ামী লীগ। জনগ‌ণের ভো‌টে আসার সু‌যোগ নেই বলেই বিচার বিভাগ‌কে প্রভা‌বিত ক‌রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা‌তিল ক‌রে‌ছে আওয়ামী লীগ। আমরা পঞ্চদশ সং‌শোধনী বা‌তি‌লের দা‌বি জানাই এবং নির্দলীয় নিরপেক্ষ সরকা‌রের অধীনে নির্বাচন চাই।

ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে বিএন‌পির ম‌নোনীত প্রার্থী তা‌বিথ আউয়াল ব‌লেন, কোনো নির্বাচ‌নে ভোটাররা ভোট দি‌তে পার‌ছে না। বর্তমান আওয়ামী সরকার ব‌লে তারা দু‌র্নীতির সঙ্গে আপস ক‌রে না কিন্তু তারা দু‌র্নীতিতে চ্যা‌ম্পিয়ন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ডা. শাহাদাত হোসেন ব‌লেন, সি‌টি নির্বাচনগু‌লো‌তে ভোট ডাকা‌তির মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কা‌য়েম করার স্বপ্ন দেখ‌ছে সরকার। নির্দলীয় নির‌পেক্ষ‌ সরকা‌রের অধী‌নে নির্বাচন চাই।

রাজশাহী সিটি করপোরেশনের মোসাদ্দেক হোসেন বুলবুল ব‌লেন, বিচার‌বিভাগ আর প্রধানমন্ত্রীর দপ্তর আলাদা কিনা সেটা জান‌তে চাই। আমরা নির্বাচন ক‌মিশনের পদত্যাগ চাই এবং নির্বাচন ব্যবস্থায় আমূল প‌রিবর্তন চাই।

খুলনা সি‌টি কর‌পো‌রেশ‌নের নজরুল আসলাম মঞ্জু ব‌লেন, ছয় সিটি কর‌পো‌রেশ‌নের প্রার্থী‌দের নি‌য়ে তা‌রেক রহমা‌নের নি‌র্দে‌শে এক‌টি সুষ্ঠু নির্বাচ‌নের দা‌বি‌তে সমা‌বেশ শুরু ক‌রে‌ছি আমরা। শেখ হা‌সিনার অধী‌নে আর কোনো নির্বাচ‌নে যাওয়ার প্রয়োজন নেই।

কেন্দ্রীয় বিএন‌পির ব‌রিশাল বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন ব‌লেন, সমাবেশস্থ‌লে আস‌তে আজ প‌থে প‌থে বাধা দেওয়া হচ্ছে। নেতাকর্মী‌দের মারধর করা হ‌চ্ছে। ভোলার নেতাকর্মী‌দের আস‌তে দেওয়া হয়‌নি। সমা‌বেশস্থল ঘি‌রে রে‌খে‌ছে পু‌লিশ। তারপরও নেতাকর্মী‌দের দ‌মি‌য়ে রাখা যায়‌নি।

সবশেষ ছয় সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ৬ সিটিতে সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। প্রথম সমাবেশ হলো বরিশাল জেলা স্কুল মাঠে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।