ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র প্রার্থীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র প্রার্থীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবিরের নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।

তবে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে হঠাৎ করে ফ্লাইওভারের ওপর নির্বাচনী কার্যালয়কে টার্গেট করে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। এর একটি বিকট শব্দে বিস্ফোরণ হলেও অপরটি রাস্তায় পড়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত কোকটেলটি জব্দ করা হয়েছে। কে বা কারা কোকটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।