ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনার টিকা নিলেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
করোনার টিকা নিলেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক

ঢাকা: করোনা টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে টিকা নেন তিনি।

এ সময় তার স্ত্রী কানিজ ফাতেমাও টিকা নেন।

টিকা নেওয়া শেষ নিজ প্রতিক্রিয়ায় জয়নুল আবেদিন ফারুক বলেন, কোভিড-১৯ এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। ইতিপূর্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও মহাসচিবের মাধ্যমে কোভিড-১৯ সম্পর্কে সরকারকে যে উপদেশ দেওয়া হয়েছিল তা পরিপূর্ণভাবে কাজে লাগালে দেশে আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম হতো। তবুও সব ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ করোনাকালীন জনগণের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে এবং সরকারকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোনো টিকাই সবার গ্রহণ করা উচিত বলেও জানান বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।