ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সব কর্মসূচি প্রত্যাহার করলেন কাদের মির্জা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
সব কর্মসূচি প্রত্যাহার করলেন কাদের মির্জা কাদের মির্জা

নোয়াখালী: গত তিন দিন মেয়র কাদের মির্জা ও বাদল গ্রুপের রাজনৈতিক বিরোধের জেরে পূর্ব ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে অবস্থা বিরাজ করছিলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

এমতাবস্থায় শান্তি শৃঙ্খলা ও সাধারণ জনগণের জানমাল রক্ষায় মেয়র আবদুল কাদের মির্জা তার পূর্ব ঘোষিত সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গতকাল রাতেই তিনি নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পূর্ব ঘোষিত সব কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন।

তিনি ফেসবুক লাইভে এবং স্ট্যাটাসে উল্লেখ করেন, নোয়াখালীর রাজনীতির চলমান সংকট নিরসনে আমাদের সবার আস্থার শেষ ঠিকানা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতোপূর্বে ঘোষিত সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম।  

আশাকরি জননেত্রী শেখ হাসিনা ও আমাদের নেতা ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে সব সমস্যার সমাধান অতিশিগগিরই হবে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।