ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালী চালান একরামুল করিম চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
নোয়াখালী চালান একরামুল করিম চৌধুরী একরামুল করিম চৌধুরী

ঢাকা: নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠজন আমার কাছে জানতে চেয়েছিলেন, নোয়াখালী চালায় কে? তখন আমি উত্তর দিয়েছি নোয়াখালী চালাই আমি। ’ 

শুক্রবার (৫ মার্চ) সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার সুবর্ণচরের চর জব্বর থানা চত্বরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একরামুল করিম চৌধুরী এসব কথা বলেন।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘ছয়দিন আমি ঢাকাতে ছিলাম। নেত্রীকে আমি কতগুলো ম্যাসেজ পাঠিয়েছি। উনি ম্যাসেজগুলো দেখেছেন। ঢাকায় নেত্রীর সঙ্গে যিনি সব সময় থাকেন, তিনি আমাকে বললেন, নেত্রী আপনাকে এত ভালো জানেন। আপনি কেন ঢাকায় ঘুরতেছেন?’

এসময় আমি আমি বলি, আমাদের কমিটিটা দরকার। তিনি আমার কাছে জানতে চান, নোয়াখালী চালায় কে? আমি বলি, নোয়াখালী চালাই আমি। তিনি আমাকে বললেন, নেত্রী কি আপনাকে না চালাতে বলেছেন? আমি বলি না। তিনি আবার বলেন, নেত্রী জানেন যে, আপনিই চালাবেন নোয়াখালী। আপনি গিয়ে নোয়াখালী চালাতে থাকেন। ’

এ সময় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, চরক্লাক ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার আজাদ, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম রাজীব, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জাবেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
এসই/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।