ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুশাসনের অভাবে গণতন্ত্র নির্বাসনের পথে: মোস্তফা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
সুশাসনের অভাবে গণতন্ত্র নির্বাসনের পথে: মোস্তফা বাংলাদেশ ন্যাপের নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মো. অজিউল্লা অজুর প্রথম মৃত্যুবার্ষিক উপলক্ষে স্মরণসভা

ঢাকা: বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, ‘দেশে গণতন্ত্র চর্চা সঙ্কুচিত হয়ে গেছে, সুশাসনের অভাবে গণতন্ত্র নির্বাসনের পথে। ক্ষমতার ভারসাম্যহীনতায় দেশে দুর্নীতি ও দুঃশাসন প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে।

দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র নয়, প্রয়োজন নির্ভেজাল গণতন্ত্র। ’

শনিবার (১৩ মার্চ) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপের নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মো. অজিউল্লা অজুর প্রথম মৃত্যুবার্ষিক উপলক্ষে বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা এসব কথা বলেন।

তিনি বলেন, ৫০ বছরে শাসকগোষ্ঠী দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশে বৈষম্য সৃষ্টি করেছে, যা এখনো চলছে। যে বৈষম্যের প্রতিবাদে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ বাংলাদেশের জন্ম, সেই বৈষম্যের অবসান হয়নি। ক্রমান্বয়ে বৈষম্য বাড়ছে। ক্ষমতাসীন দল না করলে চাকরি মেলে না, ব্যবসা-বাণিজ্য করা যায় না। ক্ষমতাসীনরা টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি করে দেশের মানুষের শান্তি হরণ করেছে। ’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। জনগণের ভোটাধিকারের জন্য এখনও সংগ্রাম করতে হয়। এর মূল কারণ, জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলো কখনই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে পারেনি। যে কারণে রাজনৈতিক দল এবং রাজনীতির প্রতি সাধারণ মানুষের আস্থা হ্রাস পাচ্ছে। ’

বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসীম, মহানগর নেতা হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।