ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা খন্দকার আহাদ আহমেদ আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
বিএনপি নেতা খন্দকার আহাদ আহমেদ আর নেই

ঢাকা: বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)।  

শনিবার (২০ মার্চ) দিনগত রাত ১২টা ১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।



রোববার (২১ মার্চ) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল বলেন, বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য জি-নাইন এর সদস্য ও গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার আহাদ আহমেদ ৫৬ বছর বয়সে মারা গেছেন।

তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

আহাদ আহমেদের পিতা খন্দকার আজিজুর রহমান গাইবান্ধা সদর পৌরসভা প্রথম চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন।

এদিকে খন্দকার আহাদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতেই মরদেহের গোসল শেষে গাইবান্ধা নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।