ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘গণমাধ্যমের অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখেছেন আতিকউল্লাহ খান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
‘গণমাধ্যমের অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখেছেন আতিকউল্লাহ খান’

ঢাকা: দৈনিক জনকণ্ঠ সম্পাদক, গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

সোমবার (২২ মার্চ) এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তিনি।

পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাপা চেয়ারম্যান।  

শোক বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠ প্রকাশ করে দেশের গণমাধ্যমের অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখেছেন আতিকউল্লাহ খান মাসুদ। গ্লোব জনকণ্ঠ পবিবার সৃষ্টি করে দেশের অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে অন্যন্য ভূমিকা রেখেছেন তিনি। এছাড়া মহান মুক্তিযুদ্ধে আতিকউল্লাহ খান মাসুদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।  

দৈনিক জনকণ্ঠ সম্পাদক, গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।