ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরতালের কোনো প্রভাব পড়েনি টাঙ্গাইলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
হরতালের কোনো প্রভাব পড়েনি টাঙ্গাইলে হরতালের কোনো প্রভাব পড়েনি টাঙ্গাইলে। যান চলাচল স্বাভাবিক। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলে হেফাজতে ইসলামের হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি।  

রোববার (২৮ মার্চ) সকাল থেকে জেলা শহরের নিরালা মোড়, বেবিস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, জেলা সদর, বটতলা, মহাসড়কের রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস, ঘারিন্দা বাইপাসসহ শহরের গুরত্বপূর্ণ এলাকা ঘুরে স্বাভাবিক অবস্থা লক্ষ্য করা গেছে।

যান চলাচল করছে অন্যদিনের মতোই। টাঙ্গাইলে হরতালকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি।

এদিকে টাঙ্গাইলে হরতালকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে তারা।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, হরতালকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহন চলাচলসহ শহবের সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।