ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় ১৪ বিএনপি নেতা আদালতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
নওগাঁয় ১৪ বিএনপি নেতা আদালতে

নওগাঁ: সরকারি কাজে বাধাদান, পুলিশকে মারধর ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় নওগাঁর বিএনপির ১৪ নেতকর্মীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) দুপুরে নওগাঁ সদর থানা থেকে তাদের আদালতে নেওয়া হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বাংলানিউজকে বলেন, মঙ্গলবার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপর ওই ১৪ জনকে দুটি মামলায় গ্রেফতার করা হয়। আজ তাদের নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার কোনো সুযোগ বর্তমান সরকারের আমলে নেই। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়াই বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে।

এ ঘটনার পর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এজেডএম রফিকুল আলম, মহাদেবপুর থানা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনসহ রাতভর বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে বিএনপির ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।