ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অক্সিজেন সাপোর্ট লাগছে রুহুল কবির রিজভীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
অক্সিজেন সাপোর্ট লাগছে রুহুল কবির রিজভীর

ঢাকা: স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। তার অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার তৃতীয়বার করোনা পরীক্ষা করা হলে রিজভীর রিপোর্ট পজেটিভ আসে। তবে তার শারীরিক অবস্থা ভালো ছিল। বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে রিজভীর জন্য দলীয় সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তুষার। গত ১৬ মার্চ রিজভীর করোনা পজেটিভ হওয়ার পর ১৭ মার্চ থেকে তিনি স্কয়ার হাসপাতালের কোভিড ইউনিটের ১৩০৫ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (৩১ মার্চ) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, করোনা নেগেটিভ না হওয়া পর্যন্ত রিজভীকে হাসপাতালে থাকতে হবে। তার ফুসফুস এবং হার্টের অবস্থা ভালো আছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এমএইচ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।