ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতাবিরোধী গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠেছে: রফিকুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
স্বাধীনতাবিরোধী গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠেছে: রফিকুল ইসলাম

নারায়ণগঞ্জ: রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেছেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন স্বনির্ভর হয়েছে, উন্নয়ন আর অগ্রযাত্রা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সোনার বাংলা, উন্নয়নশীল রাষ্ট্রে উত্তোরণ ঘটছে, তখন স্বাধীনতাবিরোধী শক্তিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।  

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ যখন শান্তিতে আছে, মানুষের যখন আর কোনো অভাব অনটন নেই, অন্য, বস্ত্র, বাসস্থানসহ সব মৌলিক চাহিদা নিশ্চিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে সাম্প্রদায়িক উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মকে পুঁজি করে স্বাধীনতাবিরোধীরা আপনার আমার সন্তানদের ভুল পথে পরিচালিত করছে। আমাদের মধ্যে যাদের সন্তান মাদরাসায় লেখাপড়া করছে, তাদের প্রতি দৃষ্টি রাখুন। উগ্র মৌলবাদের বিপদ থেকে তাদের সামলে রাখার দায়িত্ব আপনাদের।  

হরতাল, জ্বালাও, পোড়াও করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে হেফাজত যে নজির সৃষ্টি করেছে, তাতে তাদের কখনোই আর এদেশের মিত্র ভাবার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।  

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমের সভাপতিত্বে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ার নাওড়ার চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ের মাঠে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন-রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান, থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান, থানা যুবলীগের সাংগঠনিক সস্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা জামান ব্যাপারী, ওসমান গনী, উপজেলা যুবলীগ নেতা সফিকুল ইসলাম, আমির হোসেন স্বপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন মেম্বার, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, মাসুম আহমেদ, আবুল হোসেন, আব্দুল হাই, হাজী মতিন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমার মুন্না, আশফাকুল হক তুষার, আশরাফুল আলম জেমিন, মহিলা লীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তারসহ অনেকে।  

সভায় উপস্থিত সবার মধ্যে করোনা মোকাবিলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।