ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আব্দুল মতিন খসরুর শারীরিক অবস্থার উন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২১
আব্দুল মতিন খসরুর শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

গত মঙ্গলবার (৬ এপ্রিল) তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে তার কিছু পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। তার অক্সিজেন সিচুয়েশন লেভেলও ভালো। বর্তমানে অক্সিজেন সিচুয়েশন লেভেল ৯৬, ৯৭।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে আব্দুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন বাংলানিউজকে এ তথ্য জানান।

কয়েকদিন আগে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু করোনা ভাইরাসে আক্রান্ত হন। তখন তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরে তার করোনা নেগেটিভ এসেছে। কিন্তু গত মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

** সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আইসিইউতে

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।