ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রিন্স ফিলিপের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২১
প্রিন্স ফিলিপের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক  

ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

শুক্রবার (০৯ এপ্রিল) এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ডিউক অব এডিনবার্গ নামে পরিচিত ‘প্রিন্স ফিলিপ’ ৬৯ বছরের রাজত্বকালে রানীর পাশে থেকে একনিষ্ঠ সমর্থন জুগিয়েছেন, যা ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম সময়।

 

তিনি আরও বলেন, তরুণদের উন্নতি ও বিকাশের বিষয়ে প্রিন্স ফিলিপ চালু করেছিলেন ডিউক অব এডিনবারা অ্যাওয়ার্ড। সারা বিশ্বে প্রতিবন্ধীদের উৎসাহিত করা ছাড়াও পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং খেলাধুলার প্রতি তার ছিল অদম্য উৎসাহ। প্রিন্স ফিলিপ শুধু যুক্তরাজ্য নয়, কমনওয়েলথভুক্ত দেশ ছাড়িয়ে বিশ্বের মানুষের ভালবাসা অর্জন করেছেন।

বিরোধীদলীয় নেতা প্রয়াত প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।