ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
কিশোরগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

কিশোরগঞ্জ: স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জে কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  

এ উপলক্ষে সোমবার (১৯ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।  

এরপর জেলা শহরের স্টেশন রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।  

এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ এবং সভা পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি নেসার উদ্দিন খান, আনোয়ার হোসেন সুজন, সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক দাস, বুরহান উদ্দিন, আখতারুজ্জামান শিপন, অ্যাডভোকেট শফিকুল আলম গোলাপ, খলিলুর রহমান খোকন, কিশোরগঞ্জ শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আল মামুন, আনোয়ার হোসেন সরকার, আফি উদ্দিন আখন্দ, মো. চান মিয়া প্রমুখ।

এছাড়াও কৃষক ও হতদরিদ্রদের মধ্যে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে পাঁচ হাজার মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১ 
এসআরএস    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।