ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মহিলা দল নেত্রী আফরোজা শোভা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
মহিলা দল নেত্রী আফরোজা শোভা বহিষ্কার

ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজা আক্তার শোভাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজা আক্তার শোভাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।