ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কৃষকের ধান কেটে দিতে মাঠে স্বেচ্ছাসেবক লীগের নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
কৃষকের ধান কেটে দিতে মাঠে স্বেচ্ছাসেবক লীগের নেতারা

ঢাকা: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ।

সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এ কাজে অংশ নেন।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কৃষক আবুল বেপারীর ৬ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন। এর মধ্য দিয়ে কৃষকের ধান কেটে দেওয়ার কাজ শুরু করা হলো বলে সংগঠনের সভাপতি জানিয়েছেন।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা এ কাজটি শুরু করেছি। করোনায় ঘরবন্দি কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যেকোনো দুর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ৷ 

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, মহিলা সম্পাদক সালমা হাই টুনি, উপ ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর, মুন্সি নজরুল ইসলাম, ফয়সাল, আবু জাফর, কামাল হোসেন রাকিব, সদস্য ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইসহাক, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
এসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।