ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমাকে সত্য বচন থেকে সরাতে পারবেন না: কাদের মির্জা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
আমাকে সত্য বচন থেকে সরাতে পারবেন না: কাদের মির্জা

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি আমার ৪৭ বছরের রাজনীতির জীবনে এতো নির্যাতন-নিপীড়ন কখনো দেখিনি। একইসঙ্গে আমাকে কেউ সত্য বচন থেকে সরাতে পারবেন না।

তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জে আজ যে নির্যাতন-নিপীড়ন চলছে তা এর আগে কখনো দেখিনি। ওবায়দুল কাদের, তার স্ত্রী, নোয়াখালীর সংসদ সদস্য একরাম, ফেনীর অপরাজনীতির হোতা নিজাম হাজারীর নির্দেশে এখানকার অস্ত্রধারী সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে। ’

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে নিজের অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, ‘যারা দলের জন্য দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করে যাচ্ছে পুলিশ তাদের গ্রেফতার করছে। এখানে পুলিশরা সন্ত্রাসী অভিযান চালাচ্ছে। এক তরফা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাদের ছেলেদের জামিন হয় আমার ছেলেদের জামিন দেয় না। বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ চলছে। যারা আমার ছেলের ওপর হামলা করেছে পুলিশ এখনো একজনকেও গ্রেফতার করেনি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সব স্পষ্ট, তাও পুলিশ বলছে তদন্ত চলছে। ’

তিনি আরও বলেন, ‘পুলিশ আমার পৌরসভায় লোক উঠতে দেয় না। গত দুই মাস পৌরসভার দুই লাখ টাকাও ইনকাম হয়নি। অথচ ত্রাণসহ আমার খরচ হয়েছে ৫৫ লাখ টাকা। পুলিশের কারণে কোনো মানুষ উঠতে পারে না। কথায় কথায় পুলিশ তাদের ধরে নিয়ে যায়। আমার পৌরসভার এলাকা থেকে পুলিশ কিভাবে মানুষকে নেয়? এ সাহস তাদের কে দিয়েছে? স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের পরিচালনা করে। আমার পৌরসভায় এভাবে হস্তক্ষেপ করার অধিকার তাদের কে দিয়েছে!’

এ সময় কাদের মির্জা তার ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব আপনি কি এগুলো বন্ধ করবেন না? আপনি আমাকে সত্য বচন থেকে দূরে সরাতে পারবেন না। ’ 

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।