ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস বৃহস্পতিবার

ঢাকা: বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (২০ অক্টোবর) জোটের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব সার্বজনীন দুর্গা উৎসবের অষ্টমীর দিন কুমিল্লা থেকে শুরু হয়ে চাঁদপুরের হাজিগঞ্জ, নোয়খালীর চৌমুহনী, লক্ষ্মীপুরের রামগতি, রামগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, কুড়িগ্রাম, খুলনা, ফেনী, নাটোর, রংপুরের পীরগঞ্জসহ সারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালিত হবে।

এদিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় পল্টন মোড়ে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধের কর্মসূচি সফল করার জন্য জোটের শরীক দলসমূহের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।