ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাকি-রুবেলের নেতৃত্বে গণসংহতির নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
সাকি-রুবেলের নেতৃত্বে গণসংহতির নতুন কমিটি

ঢাকা: জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী হিসেবে নেতৃত্বে রেখে গণসংহতি আন্দোলনের ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

২৯, ৩০ ও ৩১ অক্টোবর তিন দিনব্যাপী গণসংহতি আন্দোলনের ৪র্থ জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনদিনের সম্মেলন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে অনুষ্ঠিত হয়।

সোমবার (০১ নভেম্বর) দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে দলের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা, সাংগঠনিক পরিস্থিতি বিষয়ে আলোচনা-পর্যালোচনা শেষে ৭৭ সদস্যের জাতীয় পরিষদ এবং ২৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হন।

দলের নির্বাহী কমিটিতে সাত সদস্যের রাজনৈতিক পরিষদ, সাত সদস্যের সম্পাদকমণ্ডলী এবং সাতজনকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচন করা হয়। নির্বাহী কমিটির চারটি পদ শূন্য রাখা হয়েছে।

রাজনৈতিক পরিষদের সদস্যরা হলেন—জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল, দেওয়ান আবদুর রশিদ নীলু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি ও মনির উদ্দীন পাপ্পু।

সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন—জুলহাসনাইন বাবু, বাচ্চু ভুঁইয়া, ফালগুনী সরকার, মুরাদ মোর্শেদ, ইমরাদ জুলকারনাইন, দীপক রায়, তরিকুল সুজন।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন—এস এম আমজাদ হোসেন, আলিফ দেওয়ান, মিজানুর রহমান মোল্লা, সৈকত মল্লিক, অপূর্ব নাথ, অঞ্জন দাস, উবা থুয়াই মার্মা। বাকি চারটি পদ খালি রাখা হয়েছে।

এছাড়া দলের চারজন জ্যেষ্ঠ সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্ট পরিষদ গঠিত হয়েছে। উপদেষ্ট পরিষদের সদস্যরা হলেন—নাজার আহমেদ, ফিরোজ আহসান, কেরামত আলী ও নুরুল আলম শাহীন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্ববর ০১, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।