ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কলেজ ছুটি দিয়ে নৌকা প্রার্থীর ভূরিভোজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
কলেজ ছুটি দিয়ে নৌকা প্রার্থীর ভূরিভোজ গোসাইবাড়ী ডিগ্রি কলেজ ছুটি দিয়ে গত শনিবার নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামছুল বারী শেখের নির্বাচনী ভূরিভোজ

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার একটি কলেজ ছুটি দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামছুল বারী সেখ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভবাক।

গত শনিবার গোসাইবাড়ী ডিগ্রি কলেজে এই আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামছুল বারী সেখের সমর্থনে শনিবার সকাল থেকে গোসাইবাড়ী ডিগ্রি কলেজে নির্বাচনীসভার আয়োজন করা হয়। সকাল ১০টায় ক্লাস করতে এসে সভা দেখে শিক্ষার্থীদের অনেকেই বাড়ি ফিরে যায়। এদিকে মঞ্চে দলীয় নেতাকর্মীর আগমন, মাইক ও জেনারেটরের শব্দ, কলেজের বারান্দায় রান্নার আয়োজনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় দুপুর ১২টার দিকে কলেজ ছুটি ঘোষণা করা হয়। নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন প্রমুখ। সভা শেষে সেখানে ভূরিভোজ করা হয়।

নৌকার প্রার্থী শামছুল বারী সেখ বলেন, দলের পক্ষ থেকে এসব আয়োজন করা হয়েছে। গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু দাবি করে বলেন, শিক্ষার্থীদের ক্লাস শেষে এসব করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের পাঠদানে কোনো সমস্যা হয়নি।

একই দাবি করে গোসাইবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রশীদ জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ জেলা ও উপজেলার নেতাদের ফোন পেয়ে তিনি এ আয়োজনের অনুমতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।