ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগের চেয়ে কিছুটা ভালো আছেন রওশন এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আগের চেয়ে কিছুটা ভালো আছেন রওশন এরশাদ

ঢাকা: আগের চেয়ে কিছুটা ভালো আছেন ব্যাংককে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

সোমবার (১৫ নভেম্বর) রাতে বাংলানিউজের সঙ্গে ফোনে আলাপকালে এ কথা বলেন বিরোধীদলীয় নেতার ছেলে সাদ এরশাদ এমপি।

তিনি বলেন, ঢাকা থেকে যে অবস্থায় নিয়ে আসা হয়েছিল, সেই অবস্থা থেকে আম্মার এখন কিছুটা উন্নতি হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো বলা যায়। বর্তমানে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে সাদ এরশাদ বলেন, আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন।

এদিকে রওশন এরশাদের পারিবারিক একটি সূত্র জানিয়েছে, তিনি আগের চেয়ে ভালো আছেন। কথা বলছেন। পুরোপুরি ঠিক হয়ে উঠতে সময় লাগবে।

গত ৫ নভেম্বর বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে ব্যাংককে নেওয়া হয়।  

এর আগে ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। অক্সিজেন লেভেল কমতে শুরু করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালে গত ২০ অক্টোবর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।