ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই, শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী বেগম রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৬ নভেম্বর) বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নুর আলম মিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, ১৯ নং ওয়ার্ড (গুলশান) যুবলীগের সভাপতি কবির হোসেন শান্ত, ১৯ নং ওয়ার্ড (বনানী) যুবলীগের সাধারণ সম্পাদক এম কে আলম, যুবলীগ নেতা মো. আল আমিন, ওমর মোহাম্মদ শহীদসহ স্থানীয় যুবলীগ নেতারা।

বেগম রাজিয়া নাসের বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি, খুলনা সদর আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবি পরিচালক শেখ সোহেল উদ্দিন, শেখ জালালউদ্দিন রুবেল ও শেখ বেলালউদ্দিন বাবু'র মা এবং শেখ সারহান নাসের তন্ময় এমপির দাদী।

২০২০ সালের ১৬ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১ 
এসই/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।