ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘১০ টাকা চালের বদলে আ.লীগ লাঠির বাড়ি খাওয়াচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
‘১০ টাকা চালের বদলে আ.লীগ লাঠির বাড়ি খাওয়াচ্ছে’

পটুয়াখালী: জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকার বিএনপির নারী নেতাকর্মীদের বিরুদ্ধেও শতশত মামলা দিয়েছে, বলছিল ১০ টাকায় চাল খাওয়াবে, কিন্তু আমরা খাচ্ছি লাঠির বাড়ি আর মামলা। এই সরকারের উদ্দেশ্য হলো জনগণের ওপর অত্যচার নির্যাতন করা।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা মহিলা দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার মানুষের মৌলিক অধিকারগুলোতে এখন মুনাফা বসিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের এখন মরার ওপর খড়ার ঘা। সরকার উন্নয়নের নামে লুটপাট আর মানুষের জন্যে গুম খুন উপহার দিচ্ছে।

এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি আমিনা আল গাজী, জেলা বিএনপির রশীদ মিয়া, মহিলা দলের সুলতানা আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংশু সরকার কুট্টিসহ মহিলা দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।