ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চিকিৎসার জন্য ভারতে গেলেন বিএনপি নেতা আলাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
চিকিৎসার জন্য ভারতে গেলেন বিএনপি নেতা আলাল

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আটকে দিলেও অবশেষে তিনি যেতে পেরেছেন।

মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, চিকিৎসার জন্য সহধর্মিণী ও একজন সহকারীকে নিয়ে ভারত যেতে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে বিমানবন্দর যান তিনি।

প্রয়োজনীয় সব কাগজপত্র এমনকি উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও সকাল ৯টা থেকে তাকে প্রায় দেড় ঘণ্টা ইমিগ্রেশনে আটকে রাখা হয়। পরে বেলা পৌনে ১১টার ফ্লাইটে তিনি ভারতে গেছেন।  

জাহাঙ্গীর আরও বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে অসুস্থ। তার কিডনিতে টিউমার ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এমএইচ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।