ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
ছাত্রলীগের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত

বরিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার বিভিন্নস্থানে দোয়া ও মিলাদ মাহফিলে হামলায় বিএনপির দশ নেতাকর্মীকে আহত হয়েছেন।

বিএনপি নেতাদের দাবি, সরকারদলীয় নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে বাধা দিয়ে তবারক ছিনতাইসহ হামলা চালিয়ে বিএনপির ১০ নেতাকর্মীকে আহত করেছেন।

গুরুতর আহত একজনকে ঢাকায় এবং অন্যান্যদের বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শনিবার (২৭ নভেম্বর) সকালে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ জহির সাজ্জাত হান্নান বলেন, শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে হামলার ঘটনা ঘটেছে।

সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা সুমন মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা গৌরনদী বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে গুরুতর আহত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুসহ দুজনকে।

শরীফ জহির সাজ্জাত হান্নান আরও জানান, পিঙ্গলাকাঠী বাজারে বসে টাইগার মাইনুদ্দিন ও তার সহযোগীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জামাল উদ্দিন ফকিরকে। এছাড়াও টরকী বন্দরে সরকার দলীয় নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা শাহাবুব শরীফ, জাকির কাজী, বুলবুল সরদার, আনোয়ার সরদার, আশোকাঠী মোল্লাবাড়ি এলাকায় হামলায় ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাভেদ সেলিমসহ দুজন আহত হয়েছেন। একই সময় পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান আকবর ও সরকারী গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক জিএস সোহানুর রহমান সোহাগের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রলীগের পক্ষ থেকে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া য়ায়নি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।