ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শৈলকুপা উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
শৈলকুপা উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার শাওন শিকদার

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলের দিকে ঝিনাইদহ শহরের ডিসি কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শাওন ওই উপজেলার নলখোলা গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্টুর ছেলে।

গত ২৮ নভেম্বর উপজেলা হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামের পুলিশ হামলা মামলার অন্যতম আসামি শাওন।  

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করে পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মুনতাসিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।