ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জ সিটি নির্বাচনে অংশ নেবে কল্যাণ পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
না.গঞ্জ সিটি নির্বাচনে অংশ নেবে কল্যাণ পার্টি

ঢাকা: ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ কল্যাণ পার্টি আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে। যদিও জোটের শরীক বিএনপি অনেক আগে থেকেই বলে আসছে তারা এ সরকারের অধীনে আর নির্বাচনে যাবে না।

কিন্তু জোটের শরীক হয়েও কল্যাণ পার্টি ওই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলো।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দলটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ ঘোষণা দেন কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রোববার তফসিল ঘোষণা করা হয়েছে। ওই নির্বাচনে আজকে থেকে মনোনয়নপত্র নেওয়া হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি যেহেতু একটি নির্বাচনমুখী দল হতে চায়। সেজন্য আমাদের সিনিয়র যুগ্ম-মহাসচিব সোহেল মোল্লা যিনি নারায়ণগঞ্জের বাসিন্দা, তিনি আমাদের জানিয়েছেন ওই নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার জন্য ফরম নিয়েছেন। আমরা আপনাদের কাছ থেকে তার জন্য সহযোগিতা চাই।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।