ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি

আলাল গংদের গণধোলাই দেওয়া হবে: জয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
আলাল গংদের গণধোলাই দেওয়া হবে: জয় ছবি: ডি এইচ বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও গংদের গণধোলাই দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশ থেকে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুতুল দাহ করা হয়। এর আগে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।

এতে সভাপতির বক্তব্যে জয় বলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, এ কথা জাতির পিতা বলেছেন। আজকে মোয়াজ্জেম হোসেন আলাল জাতির পিতার সুযোগ্য কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। আলাল গংদের যেখানে পাওয়া যাবে, সেখানে গণধোলাই দিয়ে প্রতিহত করা হবে। কোনো আপোষ করা হবে না।

বিএনপি বিভিন্ন জায়গায় অরাজকতা করার চেষ্টা করছে জানিয়ে জয় সবাইকে সজাগ থাকতে বলেন।
 
আবরার ফাহাদের রায় নিয়ে তিনি বলেন, আমরা মনে করি উচ্চ আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। পাশাপাশি যারা ওই সময়ে ঘটনাস্থলে ছিল না, তারা যেন শাস্তির আওতায় না আসে সেটাও আদালতকে বিবেচনায় নিতে হবে।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বুয়েটের আবরার হত্যার পর ছাত্রলীগই সর্বপ্রথম ঢাকা শহরে শোক মিছিল বের করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই হত্যার দ্রুত বিচার হয়েছে। বুয়েটের সব শিক্ষক-শিক্ষার্থীরা এই রায়কে সাধুবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এসকেবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।