ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কর্মীকে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
টাঙ্গাইলে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কর্মীকে মারধর

টাঙ্গাইল: টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নিজেদের সংগঠনের কর্মীদের মারধরে শান্ত সিকদার নামে এক কর্মী আহত হয়েছেন।  

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের কালিবাড়ী মোড়ে সবুর খান টাওয়ারের সামনে এ মারধরের ঘটনা ঘটে।

ছাত্রলীগ কর্মী শান্ত সিকদার শহরের দেওলা সিকদার বাড়ি এলাকার ইব্রাহিম সিকদারের ছেলে।

আহত শান্ত সিকদার জানান, সকালে শহীদ মিনারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যান। সেখান থেকে কয়েকজন ছাত্রলীগের কর্মী তাকে ডেকে শহরের সবুর খান টাওয়ারের সামনে নিয়ে যান। সেখানে নিয়ে বাসা কোথায় জিজ্ঞেস করেই তাকে পিটিয়ে আহত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম হয়। এসময় হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তিনি দৌড়ে পালিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান বলেন, অনুষ্ঠানে মিছিল করতে গিয়ে ধাক্কা ধাক্কিতে এ ঘটনা ঘটেছে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।