ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জেডআরএফের শীতবস্ত্র বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
জেডআরএফের শীতবস্ত্র বিতরণ

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে গরিব-অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

বুধবার (১৯ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ শুরু হয়।

পরে ধানমন্ডির তাকওয়া মসজিদের আশপাশের ফুটপাতে গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে ২০০ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আজকে করোনা মহামারি থেকে শুরু করে তীব্র শীতেও সাধারণ গরিব মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। যা অত্যন্ত প্রশংসনীয়। এজন্য জেডআরএফের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেডআরএফের মনিটর অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেডআরএফ গঠিত কমিটির আহ্বায়ক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সদস্য সচিব প্রকৌশলী মাহবুব আলম, ডা. পারভেজ রেজা কাকন, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, শামীমা রাহিম, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, বিপ্লবুজ্জামান বিপ্লব, দবির উদ্দিন তুষার, প্রকৌশলী রাকিবুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমান, বুয়েট ছাত্রদলের প্রকৌশলী আসিফ হোসেন রচি, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশ, ডা. লাবিদ রহমান, ডা. তানজিম রুবাইয়্যাত আফিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।