ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগের বন ও পরিবেশ উপ-কমিটির শীতবস্ত্র বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
আ.লীগের বন ও পরিবেশ উপ-কমিটির শীতবস্ত্র বিতরণ

ঢাকা: আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির পক্ষ থেকে রাজধনীতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন৷

তিনি বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ঢাকার বিভিন্নস্থানে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা চেষ্টা করছি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে এসব মানুষদের পাশে দাঁড়াতে। ঢাকার বাইরে যেসব জেলায় শীত বেশি পড়েছে, সেসব অঞ্চলের স্বচ্ছল, বিত্তবান ব্যক্তিদের প্রতিও বিনীত আহ্বান জানাচ্ছি অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপ কমিটির সদস্য মিজানুর রহমান লিটন, আনোয়ার হোসেন, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক আবুল, রমনা থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মো. মহসিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।