ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মির্জা ফখরুলসহ ৯ জনের নামে ২ বিএনপি নেতার মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
মির্জা ফখরুলসহ ৯ জনের নামে ২ বিএনপি নেতার মামলা

ফেনী: ফেনী সদর উপজেলার মোটবী ও ফরহাদনগর ইউনিয়নে গঠনতন্ত্র পরিপন্থি আহ্বায়ক কমিটি ঘোষণা করার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের নামে এ মামলা দায়ের করা হয়।



বিএনপি নেতা ইসমাইল হোসেন ভূঁইয়া ও আবুল হোসেন কমান্ডার বাদী হয়ে সোমবার (২৮ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। বুধবার (২ মার্চ) আদালত বিবাদীদের কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করেন।

মামলার অপরাপর আসামিরা হলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলা বিএনপির সদস্য ৮ ইঞ্জিনিয়ার সাইফুল হক, জেলা বিএনপির সদস্য ও নবগঠিত ফরহাদনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু, মোটবী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোশারফ হোসেন মানিক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। মোটবীতে অ্যাডভোকেট মোশারফ হোসেন মানিক আহ্বায়ক, ইসমাইল হোসেন ভূঁইয়া এক নম্বর‘ যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন আহাম্মেদ ও হারুন মেম্বার এবং শাহ আলমকে সদস্য সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও  তিন জনের সাইনিং ক্ষমতা দেওয়া হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে আহ্বায়ক ও সদস্য সচিবকে সাইনিং ক্ষমতা দেওয়া হয়।

একইভাবে মহানগর ইউনিয়দেরও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেনকে আহ্বায়ক, এক নম্বর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন কমান্ডার, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন ও নূরুল আলম খনকার এবং সৈয়দ জাহাঙ্গীর আলম করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক সদস্য সচিব ও এক নম্বর যুগ্ম আহ্বায়কসহ তিনজনের সাইনিং ক্ষমতা দেওয়া হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে আহ্বায়ক ও সদস্য সচিবকে সাইনিং ক্ষমতা দেওয়া হয়। কমিটি ঘোষণার একদিন পর ১৬ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার সাইফুল সাক্ষরিত প্যাডে জানানো হয় উভয় কমিটির এক নম্বর যুগ্ম আহ্বায়ককের সাইনিং ক্ষমতা বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।