ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবদল নেতা আরমানকে তুলে নেওয়ার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
যুবদল নেতা আরমানকে তুলে নেওয়ার অভিযোগ

ঢাকা: দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি আরমান হোসেনকে কাশিমপুর কারাফটক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরমান হোসেন দীর্ঘদিন কারাগারে ছিলেন।

সোমবার (৭ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ এ অভিযোগ করেন।

তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর রোববার কাশিমপুর কারাগার-১ থেকে তিনি মুক্তি পান। জেলগেট থেকে বের হলেই সাদা পোশাকে একদল লোক প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

এখন পর্যন্ত আরমানের কোনো খোঁজ পাচ্ছে না তার পরিবার। তাকে কোনো থানায় হস্তান্তর করেনি বা আদালতেও হাজির করা হয়নি। এ নিয়ে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রিজভী বলেন, আরমান হোসেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর হাতেই রয়েছে। অবিলম্বে তাকে পরিবারের কাছে হস্তান্তর করার দাবি জানাই।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।