ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এবারের ঈদযাত্রা নির্বিঘ্নে হয়েছে: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মে ৬, ২০২২
এবারের ঈদযাত্রা নির্বিঘ্নে  হয়েছে: কাদের

ঢাকা:  মানুষ যখন আনন্দ পায়, বিএনপি তখন কষ্ট পায় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  বলেছেন এবারের ঈদযাত্রা মানুষ নির্বিঘ্নে  সম্পন্ন করেছে।
শুক্রবার (৬ মে ) ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ায় পরও বিএনপির নেতারা সমালোচনা করছেন। এবারের ঈদে বিগত যে কোনো সময়ের তুলনায় সড়ক ভালো থাকায় মানুষের  মুখে হাসি দেখা গেছে। মানুষ নির্বিঘ্নে এবারের ঈদযাত্রা সম্পন্ন করেছেন এবং ফিরতি যাত্রায়ও কোনো ভোগান্তি হচ্ছে না।
প্রধানমন্ত্রীকে একজন ক্রাইসিস ম্যানেজার আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা তাঁর দূরদর্শী রাজনীতি দিয়ে সব সংকট মোকাবেলা করেন এবং করছেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ৬, ২০২২
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।