ঢাকা: দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সচিবালয় ঘেরাও করেছে গণতান্ত্রিক বাম জোট। সচিবালয়ের দিকে যাওয়ার সময় জিরো পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়ে বামজোটের নেতাকর্মীরা।
বাধা উপেক্ষা করে যেতে চাইলে পুলিশের লাঠিপেটার শিকার হন বামজোটের নেতাকর্মীরা।
১৭ মে মঙ্গলবার রাজধানীর জিরো পয়েন্ট মোড়ে বেলা সাড়ে বারোটার সময় এ ঘটনা ঘটে।
গণতান্ত্রিক বামজোট দাবি করেছে, পুলিশের লাঠিপেটার শিকার হয়ে তাদের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। তারা হলেন- সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ সংগঠক সুহাইল আহমেদ শুভ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ।
এর আগে বেলা বারোটার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম জোটের সমন্বয়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, ব্যর্থ বাণিজ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই ব্যর্থ মন্ত্রী ব্যবসায়ীদের কালোবাজারি রুখতে ব্যর্থ।
এ সময় আরো বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি মোশরেফা মিশুসহ গণতান্ত্রিক বাম জোটের নেতারা।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ১৭, ২০২২
এসআইএস