বরগুনা: বরগুনায় একটি ইউনিয়ন ছাত্রদলে সভাপতি সম্প্রতি মাদক মামলায় কারাগারে থাকলেও তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এনিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
অবিলম্বে তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাহবুব হোসেনকে নিয়ে এ বিতর্ক সৃষ্টি হয়েছে।
আয়লা পাতাকাটা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কেএম আবদুল্লাহ অভিযোগ করে বলেন, গত ৯ মে বরগুনা পৌর মার্কেটের সামনে থেকে মাহবুব হোসেনকে আটক করে পুলিশ। মাদক মামলায় তিনি কারাগারে রয়েছেন। তারপরও তাকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে বহাল রাখা হয়েছে। এনিয়ে ইউনিয়ন নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তার বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রনি বলেন, বিষয়টি নিয়ে আমরা জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেব।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ১৭, ২০২২
এসআই