ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন নিয়ে টালবাহানার রেকর্ড আ.লীগের নেই: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ৩, ২০২২
নির্বাচন নিয়ে টালবাহানার রেকর্ড আ.লীগের নেই: হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা করার রেকর্ড আওয়ামী লীগের নেই। এই রেকর্ড বিএনপির আছে।

 

তিনি বলেন, বিএনপি ১৯৯৬ ও ২০০৬ সালে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দু’বারই ক্ষমতা জোর করে আঁকড়ে রাখার জন্য নানা রকম টালবাহানা করেছিল। জনগণের তীব্র আন্দোলনের মুখে তারা ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছিল।

শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক পেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
  
তিনি বলেন, বিএনপিকে ক্ষমতা থেকে টেনে নামিয়ে দিয়েছিল এদেশের জনগণ। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য টালবাহানা করার অভ্যাসটা বিএনপির আছে, আওয়ামী লীগের নয়। বাংলাদেশে ইতিহাসে শান্তিপুর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তরের নজির একমাত্র আওয়ামী লীগই সৃষ্টি করেছিল ২০০১ সালে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি নেতারা এই সরকারের বিরুদ্ধে সবসময় নীতিবাচক কথা-বার্তাই বলে চলেছে।

হানিফ আরও বলেন, বিএনপি নেতারা সবসময় বলেন- দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের এসব কথা-বার্তার মধ্যেও কিন্ত দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কার্যক্রমের কারণে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই হতাশা থেকে মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে এই ধরনের নীতিবাচক কথা-বার্তা বলছেন।

সরকার সিন্ডিকেটের মাধ্যমে চালের মূল্য বাড়িয়ে মুনাফা খাচ্ছে মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে হতাশ হয়ে মির্জা ফখরুল ছেলে মানুষের মতো সরকারের চাল মজুদ ও মুনাফার কথা বলছে।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।