ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৩ বিভাগে জাপার সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০২২
৩ বিভাগে জাপার সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত জিএম কাদের

ঢাকা: বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের স্বার্থে সাত দিনের জন্য ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে জাতীয় পার্টির সকল সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করেছেন পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে তিনি এক আদেশে জাতীয় পার্টির সকল নেতা-কর্মীদের বন্যা দূর্গতদের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন।

 

আজ দুপুরে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা করার আগে নির্দেশনা দিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ ভালো নেই। বন্যায় রংপুর ও সিলেট বিভাগসহ উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। তাদের মাঝে খাদ্য নেই, বিশুদ্ধ পানি নেই, জীবন রক্ষাকারী অসুধ নেই, শিশু খাদ্য নেই। এমন বাস্তবতায়, সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা না করে গণমানুষের পাশে দাঁড়ানোই উত্তম।  

জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের দূর্গত মানুষকে সার্বিক সহায়তা করতে নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান। পাশাপাশি জাতীয় পার্টি গঠিত ত্রাণ বিতরণ কমিটিকে সার্বিক সহায়তা দিতেও নির্দেশ দিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এসএমএকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।