ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণের সঙ্গে সরকারে কোনো সম্পর্ক নেই: আফরোজা আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
জনগণের সঙ্গে সরকারে কোনো সম্পর্ক নেই: আফরোজা আব্বাস

সিলেট: জনগণের সঙ্গে এই সরকারে কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।  

তিনি বলেন, এই অবৈধ সরকার বন্যার পানিতে ভেসে যাবে।

অবৈধ সরকারের প্রধানমন্ত্রী আকাশ পথে সিলেট ঘুরে গেছেন। যদি বন্যাকে উনার কাছে নেওয়া যেতো, তাহলে মনে হয় উনার জন্য আরও ভালো হতো।      

রোববার (০৩ জুলাই) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালাপুর ইউনিয়নের আনিলগঞ্জ বাজারে বন্যাদুর্গত মানুষদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।  

মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন, এই অবৈধ সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রেখেছেন। যাতে তিনি জনগণের কাছে যেতে না পারেন। আমাদের দলের নেতাকর্মীরা প্রতিনিয়তই মানুষদের কাছে যাচ্ছেন, সহায়তা দিচ্ছেন। দেশের মানুষ যখন বন্যার পানিতে ডুবছে তখন সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে উৎসব করেছে।  

ত্রাণ বিতরণের আগে সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আক্তার শানু, নায়েবা ইউসুফ, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুন নাহার রেজা শিল্পী।  

সভায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে এবার নিয়ে তিনবার বন্যা হয়েছে। গত ১২২ বছরের মধ্যে সিলেটে এমন বন্যা হয়নি। এটি মানবসৃষ্ট বন্যা। মহিলা দলের কেন্দ্রীয় নেতারা সিলেটের বিপদগ্রস্ত মানুষদের দেখতে এসেছেন, খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।  

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটবাসীর এই ভয়াবহ দুর্যোগে একমাত্র বিএনপি ও এর সহযোগী সংগঠনের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা পর্যন্ত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকার পরও নিজেরা সাধ্যমত পানিবন্দি মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। আর জনগণের ভোট চুরি করে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগ মানুষের পাশে না দাঁড়িয়ে লুটপাট করতে ব্যস্ত। তারা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে। দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। জনগণের টাকার হিসাব একদিন দিতে হবে।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, আমরা ঢাকা থেকে শুনেছি সিলেটে বন্যা হয়েছে, মানুষ ভেসে যাচ্ছে। তারেক রহমানের নির্দেশ দিয়েছেন নিজেদের সাধ্যমত বানবাসি মানুষদের সহায়তা করতে। বিএনপি দেশের সব চেয়ে জনপ্রিয় দল। তারা দেশের দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। বিএনপি ও মহিলা দল সব সময় মানুষের পাশে আছে এবং থাকবে।  

সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, মনিরুল ইসলাম তোরন, শামসুর রহমান শামীম, জিল্লুর রহমান সুয়েব, আব্দুস শহীদ পংকি,আব্দুল হাই মাসুক, বদরুল ইসলাম জয়দু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলি আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, জেলা বিএনপি নেতা লোকমান আহমদ, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, বিএনপি নেতা মাহবুব আলম, রায়হানুল হক, আহাদ চৌধুরী শামীম, জেলা যুবদল নেতা আবুল কাশেম, হারুনর রশিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।