ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চার মামলায় বিএনপির আড়াইশ’ নেতাকর্মী আদালতে!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
চার মামলায় বিএনপির আড়াইশ’ নেতাকর্মী আদালতে!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় বিস্ফোরক মামলাসহ দায়ের হওয়া ৪ মামলায় আদালতে হাজিরা দিয়েছেন প্রায় আড়াইশ’ বিএনপি নেতাকর্মী।

মঙ্গলবার (১২ জুলাই) ঈদুল আজহার তৃতীয় দিন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন তারা।

হাজিরা দেওয়া নেতাকর্মীরা হলেন- বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালিব, কাচঁপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভুইয়া মাসুম, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার জাহিদ টুলু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইজ্জত আলী, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান লিটন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহিদুল্লাহ, লতিফ মেম্বার, সোনারগাঁ থানা মৎস্যজীবী দলের সভাপতি সানাউল্লাহ প্রধান, সোনারগাঁ থানা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, সোনারগাঁ থানা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক মো. জলিল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমির হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতাউর, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মূসা, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, বিএনপি নেতা ডাক্তার খলিল, খোরশেদ, আলমগীর মেম্বার, বাবুল, তাজুল, রফিকুল, সুমন মোল্লা, রোকন, শাহ আলম, জসিম পারভেজ, নুরু মেম্বার, আবেদ আলী, সফিকুল, শাহ আলম, ইমদাদুল, লিয়াকত আলী, ছমির, শাহিন প্রমুখ৷

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে ঈদের সময়ও এসব মিথ্যা মামলায় আমাদের আদালতে হাজিরা দিতে হয়। এসব মিথ্যা মামলার জন্য অবশ্যই একদিন জনতার কাঠগড়ায় জবাবদিহি করতে হবে তাদের। আজ চার মামলায় আমাদের প্রায় আড়াইশ’ নেতাকর্মী হাজিরা দিয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব বলেন, শুধু ঈদ নয় সারা বছরই কোনো না কোনো মিথ্যা হামলা, নাশকতা, বিস্ফোরক মামলায় আমাদের আদালতে দিন পার করতে হয়। ঈদেও তার ব্যতিক্রম নয়। যেদিন এ দেশের মানুষের গণতন্ত্রের মুক্তি আসবে, যেদিন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন। সেদিন এসব মিথ্যা মামলার বিচারও জনগণ করবে। আর সেদিন খুব বেশি দূরে নয়।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।