ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার হিমালয়ের মতো দাঁড়িয়ে, ধাক্কা দিয়ে কাজ হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
সরকার হিমালয়ের মতো দাঁড়িয়ে, ধাক্কা দিয়ে কাজ হবে না

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান সরকার হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছে, বিরোধীদলের তিনজনের ধাক্কায় সে পর্বত পড়বে না। কাজেই সামনের নির্বাচনে দেখা যাবে জনগণ কাদের মূল্যায়ন করেন।

যারা পদ্মা সেতু, রাস্তা-ঘাট, মেট্রোরেল, বিদ্যুৎ, খাদ্যের সংকট মোকাবিল করেছেন তাদের মূল্যায়ন করবে? না যারা সার ও বিদ্যুতের জন্য জনগণকে গুলি করে মেরেছে তাদের মূল্যায়ন করবে। জনগণ উন্নয়নের সঙ্গে আছে ভবিষ্যতেও থাকবে।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে জেলা পরিষদ আয়োজিত কোভিট-১৯ মোকাবিলায় কর্মহীন ৫শ পরিবারের মধ্যে খাদ্য, বস্ত্র ও সুরক্ষা সামগ্রী এবং মানিকগঞ্জ প্রেসক্লাবসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে সারাবিশ্বে প্রভাব পড়েছে। সারাবিশ্বে জ্বালানি, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছে। বিভিন্ন দেশে দাঙ্গা হাঙ্গামা চলছে। শ্রীলংকায় সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে জ্বালানি, খাদ্য, সার ও বিদ্যুৎ নেই। ইউরোপেও এর প্রভাব পড়ছে। সেখানেও রেশনিং শুরু হয়েছে ও ব্যাংকের সুদ বাড়িয়েছে। সমস্যা যখন পৃথিবীতে আসে এর প্রভাব কম-বেশি সব দেশেই পড়ে। আমাদের দেশ ঘনবসতিপূর্ণ একটি দেশ, যে কারণে আমাদের দেশেও কিছুটা প্রভাব পড়েছে।

মন্ত্রী বলেন, বিরোধীদল প্রচার করছে সরকার জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে, না সরকার জ্বালানির মূল্য বৃদ্ধি করেনি। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। আর বেশি দাম দিয়ে কিনলে আমাদের দেশেও বেশি দামিই তো ছাড়তে হবে। এটা চিরস্থায়ী নয়, আন্তর্জাতিক বাজারে দাম কমে এলে আমাদের দেশেও কমে আসবে। বিদ্যুৎও স্বাভাবিক হয়ে আসবে। আমরা কিছুটা কৃচ্ছ্র সাধন করছি, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। বাংলাদেশে খাদ্যের কোনো ঘাটতি নেই, জ্বালানিও আছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের জ্বালানি আমদানি করতে হয়। জ্বালানির দাম পৃথিবীতে তিনগুণ বেড়ে গেছে। জ্বালানি পাওয়া যাচ্ছে না, অনেক দেশে জ্বালানি নেই। বাংলাদেশের জ্বালানি আছে। প্রধানমন্ত্রী আগে থেকেই সাবধানতা অবলম্বন করছেন। ভবিষ্যতের কথা চিন্তা করে। আমাদের এই সমস্যা মোকাবিলা করতে হবে। স্বাভাবিক হতে সময় লাগবে। তাই আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের বিদ্যুৎসহ সবক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণ করেছে আমাদের সরকার। বিশ্বের কম দেশই করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে, আমেরিকাও পারেনি,  ইউরোপ পারেনি, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে ৫ম স্থান অধিকার করছে। এখন পর্যন্ত আমাদের দেশে ৩০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে আমাদের দেশের মানুষ সুরক্ষিত রয়েছে। ভ্যাকসিনেশনে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। ৫ বছর থেকে ১১ বছরের শিশুদের পরীক্ষামূলক ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আগামী ২৫ আগস্ট থেকে সিটি করপোরেশনগুলো এ কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভ্যাকসিন দেওয়া হবে। ইতোমধ্যে আমাদের হাতে ৩০ লাখ ভ্যাকসিন রয়েছে। শিশুদের জন্য বিশেষ ভ্যাকসিন আমরা দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবে।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।